কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম সজীব
দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম সজীব  © সংগৃহীত

ফেনীতে কেনাকাটা করে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম সজীব (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে মহিপাল হাইওয়ে থানার দেবীপুর রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সাইফুল কুমিল্লার নাঙলকোট উপজেলার কাশিপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে। তিনি কুমিল্লার ঢালুয়ায় হোমনাবাদ আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে ফেনীতে আসেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহিপাল হাইওয়ে থানার সামনে গাড়ির ব্রেক করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই আবুল কাশেম বলেন, নাঙ্গলকোট থেকে সাত বন্ধু তিনটি মোটরসাইকেলে করে ফেনীতে আসে কেনাকাটা করার জন্য। ফেরার পথে দেবীপুর এলাকায় বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। মোটরসাইকেলের চাকা পিছলে সাইফুল রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, নিহতের পরিবার হাসপাতালে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!