২৪ ঘন্টায় গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮, আহত ৫

০৬ জুন ২০২৫, ১১:২০ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
সড়ক দূর্ঘটনায় নিহত ৮

সড়ক দূর্ঘটনায় নিহত ৮ © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৮ জন নিহত হয়েছেন। গত ২০ ঘন্টার মধ্যে তিন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার (৬ জুন) বিকাল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের সৃষ্টিরতল নামক স্থানে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। এছাড়া গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বোগদহ কলোনি এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটোচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুরুল (১৮)।

একই দিনে সকালে গোবিন্দগঞ্জের চারমাথা এলাকায় একটি বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হন। ওই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বোগদহ কলোনি এলাকায় একটি ট্রাকের চাপায় সিএনজি চালকসহ দুই জন নিহত হন।

এছাড়া বৃহস্পতিবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেল রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের ট্রাকের নিচে চাপা পড়ে যায়। এতে নিহত হন আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫)। তারা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন এবং ঈদে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এ নিয়ে গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনাগুলোতে উদ্ধার কাজ চলছে। তিনি বলেন, ঈদের সময় যানবাহনের চাপ এবং বেপরোয়া গতি এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!