কিশোরগঞ্জে আ.লীগের নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

১০ মে ২০২৫, ০৭:১২ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
‘সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে’ বিক্ষোভ

‘সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে’ বিক্ষোভ © টিডিসি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদর ঈদগাহের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করা হয়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি জানান। এ ছাড়া বিগত ১৬ বছরে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থার কথা তুলে ধরেন।

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের ছাত্র-আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া বলেন, ‘যে শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছেন, তাদের রাজনীতি বাংলাদেশে হতে দেওয়া যাবে না। যারা তিনটি অবৈধ নির্বাচন করেছে বিনা ভোটের মাধ্যমে এ দেশের লক্ষ-কোটি মানুষের অধিকার হরণ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ফেরাউনের চরিত্রে আবির্ভাব হয়ে শেখ হাসিনা এ দেশের দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে নির্বিচার হত্যা করেছে। তাই তাদের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল-সানী বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। তাদের নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন।’

এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা মানুষ উপস্থিত ছিলেন।

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬