মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

০১ জুন ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:০৫ PM
নিহত স্কুলশিক্ষক ইব্রাহিম হোসেন

নিহত স্কুলশিক্ষক ইব্রাহিম হোসেন © সংগৃহীত

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইব্রাহিম হোসেন নামে এক স্কুলশিক্ষক। শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার তিলনী পাতাড়ী গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে। তিনি তিলনী পাতাড়ী নয়াবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, ফাঁকা সময়ে ইব্রাহিম হোসেন প্রায়ই রাজশাহী শহরে তার বোনের বাসায় বেড়াতে যেতেন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করতেন। শনিবার রাতেও তিনি নিজের মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথা ও কোমরে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬