যশোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আহত ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

যশোরে বিভিন্ন সময়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এ পৃথক তিন ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলো ঘটে বেনাপোলের বাহাদুরপুর, বাঘারপাড়ার দোহাকুলা এবং শার্শার উলুসি এলাকায়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ৮টার দিকে বেনাপোলের বাহাদুরপুর বাওরকান্দা এলাকায়। সামিনুর রহমান নামের এক ব্যক্তি ঘিবা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন। এত তার ডান উরুর একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত ৯টার দিকে বাঘারপাড়ার দোহাকুলা এলাকায়। মাহামুদআলীপুর গ্রামের আলী রাজ মোটরসাইকেলযোগে ভানোরখাল থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান তিনি। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অপরটি ঘটেছে শার্শার কাঠুরিয়া উলুসি এলাকায়। রাত ৮টার দিকে আনছার নামে এক ব্যক্তি বাজার থেকে সাইকেলে কাঠুরিয়া গ্রামে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, তিন জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সামিনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।


সর্বশেষ সংবাদ