বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

২৫ মে ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে © সংগৃহীত

রাজধানী ঢাকার বনানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী কাকলি মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, নিহত দুইজনই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। নিহতরা হলেন আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।


আশফাকুর রহমান আসিফ দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় থেকে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন। এ ঘটনায় আরেক নিহত আসিফ মাহমুদ সম্পদ তার মোটরসাইকেলে রাইড শেয়ার করছিলেন। আসিফ মাহমুদ সম্পদ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।

ওসি রাসেল সারোয়ার গণমাধ্যমকে জানান, নিহত আসিফের বাবা অসুস্থতাজনিত কারণে টঙ্গীর হাই কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে কিছু কাপড়চোপড় নিয়ে খালার বাসায় যাওয়ার জন্য আশাফাকুরের মোটরসাইকেলে ভাড়া চুক্তি করেন আসিফ। তারা মহাখালী দিকে যাচ্ছিলেন। এ সময় কাকলী মোড়ের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত মোটরসাইকেলচালক আশফাকুর রহমান আসিফের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক সড়ক কুমারপাড়া এলাকায়।

অন্যদিকে, নিহত মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬