ঢাকা কলেজে ঈদে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন শিবিরের

০৬ জুন ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
ঢাকা কলেজের মূল ফটক ও শিবিরের লোগো

ঢাকা কলেজের মূল ফটক ও শিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ মধ্যহ্নভোজনের আয়োজন করেছে কলেজ শাখা ছাত্রশিবির। আগামীকাল (০৭ জুন) ঈদের দিন দুপুরে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটি।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের দেওয়া তথ্যমতে, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কলেজের মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রশিবিরের পক্ষ থেকে গরু কুরবানী দেওয়া হবে। পরবর্তীতে দুপুরে কলেজের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ মধ্যহ্নভোজনের আয়োজন করবে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির।

এর আগে, গত ০২ জুন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিশেষ এই মধ্যহ্নভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস। 

এ কর্মসূচির বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন: হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির নিষেধাজ্ঞা স্থগিত, ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ বলল আদালত

তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরসহ নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে কোন কর্মসূচি পালন করতে দেয়নি। তাদের পেশিশক্তির ফলে আমরা শিক্ষার্থীদের জন্য ঈদের দিনে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করতে পারিনি। আমরা বিশ্বাস করি, ক্যাম্পাস শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি একটি পরিবারও বটে। এই পরিবারের সদস্য হিসেবে আমরা একে অপরের সুখ-দুঃখে অংশীদার। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, আমরা আশা করি, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশ আরও বন্ধুত্বপূর্ণ ও প্রাণবন্ত হবে। অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে ঈদের দিনে সাধারণ শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। ঢাকায় অবস্থানরত ঢাকা কলেজের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের আয়োজনে অংশগ্রহণের জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।

এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9