ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

বিআরটিসি বাস
বিআরটিসি বাস  © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আগামী ৩ জুন থেকে চালু করতে যাচ্ছে ‘ঈদ স্পেশাল সার্ভিস’। সোমবার (১৯ মে) বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৪ মে থেকে, যা বিআরটিসির সংশ্লিষ্ট বাস ডিপোগুলোতে পাওয়া যাবে। ঈদ স্পেশাল বাস সার্ভিস চলবে ১৪ জুন পর্যন্ত।

এবারের ঈদ সেবার আওতায় ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাড়া) বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসয়ের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলমুখী বাস চলবে নির্ধারিত ডিপোগুলো থেকে। প্রতিটি ডিপো থেকে নির্দিষ্ট রুটে যাত্রী পরিবহন করা হবে।

যে ডিপো থেকে বাস ছেড়ে যাবে

মতিঝিল ডিপো: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট

কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল

গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া

জোয়ারসাহারা ডিপো: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল

মিরপুর ডিপো: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ

মোহাম্মদপুর ডিপো: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ

গাজীপুর ডিপো: ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম

যাত্রাবাড়ী ডিপো: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল

নারায়ণগঞ্জ (চাষাড়া) ডিপো: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোণা

নরসিংদী ডিপো: স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া

কুমিল্লা ডিপো: সিলেট, সুনামগঞ্জ

সিলেট ডিপো: ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম

দিনাজপুর ডিপো: ঢাকা-দিনাজপুর

সোনাপুর ডিপো: চট্টগ্রাম

বগুড়া ডিপো: যশোর, রংপুর, বরিশাল

রংপুর ডিপো: পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা

খুলনা ডিপো: রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা

পাবনা ডিপো: গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা

ময়মনসিংহ ডিপো: গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা

চট্টগ্রাম ডিপো: রংপুর, সিলেট, ভোলা

টুঙ্গীপাড়া ডিপো: ঢাকা, চিলমারী, পাটগাতী

বরিশাল ডিপো: ঢাকা, রংপুর, কুয়াকাটা।


সর্বশেষ সংবাদ