কারিতাসে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের পরিস্থিতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে মিডিয়া ক্যাম্পেইন
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ AM
কারিতাস অঞ্চল ময়মনসিংহে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের পরিস্থিতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় আঞ্চলিক কার্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সমাজ সেবা অফিসের সমাজসেবা অফিসার মির্জা নিজুয়ারা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ কারিতাস অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক রোজিনা রাংমা। বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক ড. আবু ইব্রাহিম মোঃ নুরুল হুদা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বক্তারা বলেন, দেশে প্রতিবন্ধী ও প্রবীণদের সংখ্যা ১০ শতাংশ। যারা শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত। তাদেরকে সামাজিক অন্তর্ভূক্তির ক্ষেত্রে আমাদের বড় সমস্যা অসচেতনতা। এসব উত্তেরণ ঘটিয়ে তাদের প্রতি আমাদের মমত্ববোধ বাড়াতে হবে। সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
এসডিডিবি প্রকল্পের ফোকাল পারসন বাদন চিরান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রতিবন্ধী সামাজিক কল্যাণ ক্লাবের সদস্যা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।