বাংলা উইকিপিডিয়া 

২০২৫-এ সবচেয়ে বেশি সম্পাদিত নিবন্ধ এনসিপি, কী আছে শীর্ষ দশে?

উইকিপিডিয়া ও এনসিপির লোগো
উইকিপিডিয়া ও এনসিপির লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

২০২৫ সালের বাংলা ভার্সনে সম্পাদিত শীর্ষ ১০টি নিবন্ধ প্রকাশ করেছে উইকিপিডিয়া। এর শীর্ষে রয়েছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), যা সম্পাদনা হয়েছে ৬৯৪ বার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘২০৫৫ ফিফা ক্লাব বিশ্বকাপ’। এটি সম্পাদনা হয়েছে ৬৭৩ বার। তৃতীয় অবস্থানে রয়েছে ‘মুহাম্মাদ’ নামে একটি নিবন্ধ, যা নবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে রচিত। এই পাতাটি মোট ৫৭৮ বার সম্পাদনা করা হয়েছে।

উইকিপিডিয়ার তথ্য মতে, রাজনৈতিক বিষয়ক নিবন্ধগুলোর মধ্যে ‘২০২৫ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ ৫৪৭টি সম্পাদনার মাধ্যমে চতুর্থ স্থানে এবং শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারকাণ্ড ৫১১টি সম্পাদনা নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ইতিহাসভিত্তিক নিবন্ধ পূর্ব পাকিস্তান উপনির্বাচন, ১৯৭১ মোট ৫০১ বার সম্পাদিত হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

অপেক্ষাকৃত ভিন্নধর্মী বিষয় ‘মিষ্টি’ নিবন্ধটি ৪৯০টি সম্পাদনা নিয়ে সপ্তম স্থানে রয়েছে। এর পর রয়েছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ (৪৭২), ‘২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ’ (৪৬৩) এবং তালিকার দশম স্থানে রয়েছে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ইতিহাস’, যা ৪৫৪ বার সম্পাদিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!