বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে ‘কুমিল্লা বিভাগ’, ‘লালন’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৮ AM
অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার শীর্ষে উঠে এসেছে ‘কুমিল্লা বিভাগ’। এ পাতাটি পড়া হয়েছে ৯২ হাজার ৭৬০ বার। এর পরেই রয়েছে ‘বাংলাদেশ’ ও ‘বাংলাদেশের বিভাগসমূহ’—দুটি পাতাই পাঠক আগ্রহে শীর্ষে রয়েছে।
তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা ‘বাংলাদেশ’ পাতা দেখা হয়েছে ২৮ হাজার ১২৪ বার। আর তৃতীয় স্থানে থাকা ‘বাংলাদেশের বিভাগসমূহ’ পাতা পড়া হয়েছে ২৬ হাজার ১২ বার। চতুর্থ অবস্থানে রয়েছে ‘কোজাগরী লক্ষ্মীপূজা’। এ পাতাটি পড়া হয়েছে ২৫ হাজার ২১ বার। পঞ্চম স্থানে উঠে এসেছে সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। এটি পড়া হয়েছে ২৪ হাজার ১৯২ বার।
ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘জুলাই সনদ’—এই পাতা পড়া হয়েছে ২৩ হাজার ৮৫০ বার। সপ্তম স্থানে আছে ধর্মীয় বাক্য ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’,। অষ্টম স্থানে রয়েছে ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’। নবম স্থানে রয়েছে বাউল সম্রাট লালন (১৯ হাজার ২৩০ বার) এবং দশম স্থানে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
গত সেপ্টেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় তালিকায় থাকা শীর্ষ ২০ এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দ্রগ্রহণসহ আলোচিত আরও অনেক বিষয়। তালিকার প্রথমে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ২০২৫ পড়া হয়েছিল ৯৯ হাজার ৮০৬ বার পড়া হয়েছে। তার পরের অবস্থানে রয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’। এ পাতাটিও ৯৫ হাজার ৪৪৪ বার পড়া হয়েছিল।