বাংলা উইকিপিডিয়ায় পরপর চার মাস শীর্ষে থাকা ‘এক্স এক্স এক্স এক্স অ্যালবাম’ আসলে কী?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৩:১৬ PM
প্রতি মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করে থাকে। এ তালিকায় পরপর চার মাস ধরে শীর্ষ দশের মধ্যে রয়েছে ‘এক্স এক্স এক্স এক্স অ্যালবাম’। জুলাই মাসে তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা এ পাতাটি পড়া হয়েছে ৩১ হাজার ৭১৩ বার। এর আগের দুই মাসে পাতাটি চতুর্থ নম্বরে ছিলো। তার আগের মাসে (এপ্রিল) ছিল ৬ নম্বরে। এই ‘এক্স এক্স এক্স এক্স’ অ্যালবামটি আসলে কী? কেনইবা এতবার এ পাতাটি পড়ছে সবাই।
বাংলা উইকিপিডিয়ার দেওয়া তথ্যমতে, এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি দলের তৃতীয় পূর্ণ দৈর্ঘ্যের অ্যালবাম (পূর্বনাম ইউ সে পার্টি! উই সে ডাই!)। এই অ্যালবামটি ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এটি ছিল মূলত ব্যান্ডের মূল দীর্ঘ নাম এবং ড্রামার ডেভন ক্লিফোর্ডের সঙ্গে করা শেষ অ্যালবাম। অ্যালবামের শিরোনাম ছাড়াও, ‘এক্সএক্সএক্সএক্স’ শব্দটি অ্যালবামের বেশ কয়েকটি গানের শিরোনামেও উপস্থিত হয়। প্রতিটি গানে, চারটি এক্স ‘প্রেম’ শব্দটি উপস্থাপন করে।
আরও পড়ুন: বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পড়া ১০ পাতার তালিকা প্রকাশ
সিবিসি রেডিও ৩-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ব্যান্ডের কণ্ঠশিল্পী বেকি নিনকোভিচ ব্যাখ্যা করে বলেন, ব্যান্ডের প্রথম ইপি ড্যানস্ক ওয়াডের জন্য কভার আর্ট চূড়ান্ত করার সময়, তিনি এটিতে একটি ব্যক্তিগত ‘ভালবাসার চিহ্ন’ রেখে যেতে চেয়েছিলেন এবং চারটি ছোট এক্স দিয়ে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এছাড়া অ্যালবামটি পোলারিস সঙ্গীত পুরস্কার ২০১০-এর জন্য একটি দীর্ঘ তালিকাভুক্ত মনোনীত ছিল।
বাংলা উইকিপিডিয়ায় জুলাই মাসে পঠিত ১০টি পাতার মধ্যে সবচেয়ে বেশি পড়া হয়েছে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। এ পাতাটি এক মাসে ৩১ হাজার ৮২৯ জন পড়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ পড়া পাতা হলো ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’। এ ছাড়া তৃতীয় ‘বাংলাদেশ’ ৩০ হাজার ৪২৩, চতুর্থ ‘আশুরা’ ২৯ হাজার ৬৮৬, পঞ্চম ‘তারেক রহমান’ পড়া হয়েছে ২৮ হাজার ৬৪৯ বার।
এছাড়া তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ২৮ হাজার ১২৩ বার, সপ্তম ‘শফিকুর রহমান (রাজনীতিবিদ)’ ২৪ হাজার ৯৭৯, অষ্টম রবীন্দ্রনাথ ঠাকুর ২৪ হাজার ৭৫৬, নবম সামন্ত লাল সেন ২১ হাজার ৮৬৮ এবং দশম স্থানে থাকা ‘কাজী নজরুল ইসলাম পাতা’ পড়া হয়েছে ২০ হাজার ৩০৮ বার।