মাত্র একটি পাসওয়ার্ডেই শেষ ১৫৮ বছরের পুরোনো কোম্পানি

২২ জুলাই ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাত্র একটি দুর্বল পাসওয়ার্ডই ধ্বংস ডেকে আনল যুক্তরাজ্যের ১৫৮ বছরের পুরোনো পরিবহণ কোম্পানি ‘কেএনপি’-র জন্য। সাইবার হামলার ফলে প্রতিষ্ঠানটি কার্যত ধ্বংস হয়ে গেছে। পথে বসেছেন অন্তত ৭০০ কর্মী।

নর্থহ্যাম্পটনশায়ারের এই কোম্পানিটি র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছিল। ধারণা করা হচ্ছে, হ্যাকাররা একটি দুর্বল পাসওয়ার্ড অনুমান করে কেএনপির কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়ে। এরপর তারা পুরো তথ্যভাণ্ডার এনক্রিপ্ট করে এবং অভ্যন্তরীণ নেটওয়ার্কে তালা ঝুলিয়ে দেয়।

কোম্পানিটির পরিচালক পল অ্যাবট বলেন, ‘আমি এখনো সেই কর্মীকে জানাইনি যে, তার পাসওয়ার্ড থেকেই হয়তো এই সর্বনাশের শুরু।’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘আপনি কি জানতে চাইতেন যদি সেটা আপনার পাসওয়ার্ড হতো?’

র‍্যানসমওয়্যার গ্যাং ‘আকিরা’ এই হামলার পেছনে আছে বলে দাবি করা হচ্ছে। তারা কেএনপির কর্মীদের ফাইল ও তথ্য এক্সেসে বাধা তৈরি করে এবং মুক্তিপণের দাবি তোলে। যদিও হ্যাকাররা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেনি, তবে একটি বিশেষায়িত দর-কষাকষি সংস্থা জানিয়েছে, এ দাবির পরিমাণ ছিল প্রায় ৫০ লাখ পাউন্ড—যা কেএনপির পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না।

এ ধরনের হামলার শিকার হয়েছে এম অ্যান্ড এস, কো-অপ এবং হাররডসের মতো বড় কোম্পানিগুলোও। কো-অপের প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের প্রায় ৬৫ লাখ সদস্যের তথ্য চুরি হয়ে গেছে।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)-এর প্রধান রিচার্ড হর্ন বলেন, “প্রতিষ্ঠানগুলোকে এখনই তাদের নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে হবে। অনলাইন বিশ্বে টিকে থাকতে হলে শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করে সচেতন কর্মীরাও দরকার।”

২০২৩ সালেও কেএনপি ৫০০টির বেশি লরি পরিচালনা করত, যার অধিকাংশই ছিল ‘কেনাইট অব ওল্ড’ ব্র্যান্ডের। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের আইটি সিস্টেম শিল্পমান অনুযায়ী সুরক্ষিত ছিল এবং সাইবার হামলার বিরুদ্ধে বিমাও করানো ছিল।

তবুও, একটিমাত্র দুর্বল পাসওয়ার্ড—সম্ভবত একটি মানবিক অসতর্কতা—১৫৮ বছরের ইতিহাসের পরিসমাপ্তি টেনে দিয়েছে। যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা যে এখন ‘ব্যক্তি থেকে রাষ্ট্র’—সবখানেই জরুরি বিষয় হয়ে উঠেছে, এই ঘটনা যেন তার জ্বলন্ত উদাহরণ। [সূত্র: বিবিসি]

ট্যাগ: হ্যাকার
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9