বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে ডাকসু, সাদিক কায়েম, শিবির-জামায়াত, দেখুন শীর্ষ ২০ তালিকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০৫ PM
সেপ্টেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষ ২০ এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দ্রগ্রহণসহ আলোচিত আরও অনেক বিষয়। তালিকার প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ২০২৫। এ পাতাটি ৯৯ হাজার ৮০৬ বার পড়া হয়েছে। তার পরের অবস্থানে রয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’। এ পাতাটিও ৯৫ হাজার ৪৪৪ বার পড়া হয়েছে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জুবিন গর্গ। এ পাতাটি পড়া হয়েছে ৪৭ হাজার ১০৮ বার। সাদিক কায়েম পাতাটি রয়েছে তালিকার ৭ নম্বরে। এটি পড়া হয়েছে ৩০ হাজার ৩৬৬ বার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাতাটি ২৩ হাজার ৪৭৬ বার। এটি রয়েছে ১১তম অবস্থানে। আর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাতাটি রয়েছে ১১ নম্বরে। এটি পড়া হয়েছে ২৩ হাজার ২৫৬ বার।
শীর্ষ ২০ তালিকা দেখুন

গত আগস্ট মাসে তালিকার প্রথমে ছিল ক্ষুদিরাম বসু। এ পাতাটি ৪৪ হাজার ৫৩৭ বার পড়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছিল তালিকার তৃতীয় অবস্থানে। এ পাতাটি পড়া হয়েছে ৪০ হাজার ৩৫১ বার। বাংলাদেশ জামায়াতে ইসলামী তালিকায় ১২তম অবস্থানে ছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল তালিকার ১৫তম অবস্থানে। এ পাতাটি পড়া হয়েছিল ২২ হাজার ১৩৪ বার। খালেদা জিয়া পাতাটি পড়া হয়েছে ১৯ হাজার ৬৯১ বার। এ পাতাটি ছিল তালিকায় ২০তম অবস্থানে। এছাড়াও তালিকায় রয়েছে স্বাধীনতা দিবস (ভারত), আখেরি চাহার সোম্বা, বাংলাদেশ, এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম) ইত্যাদি।