তাবলীগের মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ AM
তাবলীগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেরানীগঞ্জে নিজ বাসায় ফজরের নামাজের পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, হাজী সেলিম সাহেব দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য, যা সংশ্লিষ্টদের স্মৃতিতে আজও উজ্জ্বল।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, দেশে সাদপন্থীদের পক্ষ থেকে বিভ্রান্তি ও বিভিন্ন ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম সাহেব গুরুতরভাবে আহত হন।
আজ জোহরের নামাজের পর তাঁর জানাজার নামাজ মান্দাইল–জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর ইন্তেকালে দাওয়াত ও তাবলীগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে—তিনি যেন তাঁকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।