মায়ের সঙ্গে অস্বাভাবিক ভঙ্গিতে আলাপ, এরপর ট্রেনের নিচে মিলল লাশ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ PM
মায়ের সঙ্গে শেষবারের মতো অস্বাভাবিক সুরে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেনের নিচে মিলল নার্সিং শিক্ষার্থী সিফাত মোরলের (২২) লাশ। সময়ের ব্যবধান আর আচরণের অস্বাভাবিকতা পুরো ঘটনাকে ঘিরে সৃষ্টি করেছে গভীর রহস্য।
সিফাতের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রামপুর গ্রামে। তিনি মোতাহার হোসেন মোরলের ছেলে এবং মাতা সুমনা আক্তার। সিফাত মিরপুর-৬-এ অবস্থিত সাইক নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, সিফাত পড়াশোনার সুবাধে মিরপুর-৬-এ অবস্থিত তার বোনের বাসায় থাকেন। তবে গতকাল রাত থেকেই সিফাত বাসায় ছিলেন না। তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কোনো তথ্য তারা জানতেন না। আজ সকাল ৮টা ৫৩ মিনিটে সিফাত তার মায়ের সঙ্গে অস্বাভাবিক ভঙ্গিতে মুঠোফোনে কথা বলেন। এরপর দুপুর ১২টার দিকে তার মৃত্যুর খবর পায় পরিবার।
এ ছাড়া আরও জানা যায়, কয়েক দিন ধরে সিফাত পরিবারকে বিভিন্ন কথা বলে প্রায় ৫০ হাজার টাকা নিয়েছিলেন। আজ তার কলেজে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা থাকার পরও কী কারণে তিনি টঙ্গী এলাকায় এসেছিলেন—এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
রেললাইন-সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো রহস্যজনক ঘটনার ফল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিবার ও সহপাঠীরা সিফাত মোরলের অস্বাভাবিক মৃত্যুতে শোকাহত। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।