গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
টঙ্গী পূর্ব থানা

টঙ্গী পূর্ব থানা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সোনালী কাবাক রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মোসাব্বির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
 
এসআই মোসাব্বির হোসেন জানান, ওয়ারলেস বার্তার মাধ্যমে আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন ধরে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের মতে, যুবকের গ্রামের বাড়ি নরসিংদীর পাঁচদোনা এলাকায় হতে পারে।
 
পরিচয় নিশ্চিতের বিষয়ে এসআই মোসাব্বির বলেন, ‘আমরা সিআইডির বিশেষজ্ঞ টিমকে জানিয়েছি। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের কাজ শুরু করবেন। এরপর ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
 
স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন ধরেই ওই যুবককে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ বলেছে, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।

পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী…
  • ০১ জানুয়ারি ২০২৬
অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা
  • ০১ জানুয়ারি ২০২৬
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ মহিউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে : জ…
  • ০১ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব
  • ০১ জানুয়ারি ২০২৬
নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার বিস্ফোরণে নিহত ৪০
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!