গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
টঙ্গী পূর্ব থানা

টঙ্গী পূর্ব থানা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সোনালী কাবাক রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মোসাব্বির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
 
এসআই মোসাব্বির হোসেন জানান, ওয়ারলেস বার্তার মাধ্যমে আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন ধরে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের মতে, যুবকের গ্রামের বাড়ি নরসিংদীর পাঁচদোনা এলাকায় হতে পারে।
 
পরিচয় নিশ্চিতের বিষয়ে এসআই মোসাব্বির বলেন, ‘আমরা সিআইডির বিশেষজ্ঞ টিমকে জানিয়েছি। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের কাজ শুরু করবেন। এরপর ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
 
স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন ধরেই ওই যুবককে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ বলেছে, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।

দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬