শেরপুরের শ্রীবরদীতে ছাত্রদলের উদ্যোগে স্থাপিত উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন করছেন অতিথিরা © সংগৃহীত
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের জন্য নতুন উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছে ছাত্রদল। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বিপরীতে এ লাইব্রেরী উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দলটির মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
ছাত্রদলের এ ধরণের উদ্যাগ খুবই ইতিবাচক উল্লেখ করে মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, অনেক শিক্ষার্থী বই থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন ব্যস্ততা, ডিভাইসের প্রতি আকর্ষণ কিংবা কর্মজীবনের চিন্তা এসবের মধ্যে বই পড়া অনেকের মাঝে এক ধরনের ফেজ আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভুলে যেতে পারি না, বইয়ের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, বই শুধু তথ্য দেয় না, বই আমাদের মানুষ হতে শেখায়, চিন্তা শক্তি বাড়ায়, আমাদের নৈতিকতা, মানবিকতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এমন উদ্যাগ গ্রহণ করার জন্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহবায়ক সোহান শাহরিয়ার রাফী। বক্তব্য দেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, লাইব্রেরির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা, উপদেষ্টা ব্যারিস্টার শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুকুনুজ্জামান রুকন, যুগ্ন আহ্বায়ক রফিকুল, সাদ্দাম প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুকুনুজ্জামান রুকন বলেন, মুক্ত বুদ্ধি চর্চার জন্যে এ লাইব্রেরিতে দুই শতাধিক বইয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে ইতিহাস, দর্শন, মহান মুক্তি যুদ্ধ, রাজনীতি, জুলাই অভুন্থান, ইসলামিক, বাংলা ও ইংরেজি সাহিত্যের বই আছে। এছাড়া দৈনিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্সসহ চাকুরীর খবরপত্রের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন : আলিমের পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে
লাইব্রেরির উপদেষ্টা ব্যারিস্টার শাহাদাৎ হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সেই নেতৃত্বকে শক্তিশালী করতে হলে বইয়ের বিকল্প নেই। বই মানুষের চিন্তা প্রসারিত করে, মনকে মুক্ত করে, আর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এই লাইব্রেরি হবে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র যেখানে একজন ছাত্র, একজন শ্রমিক, একজন কৃষক, কিংবা যে কোনো আগ্রহী পাঠক তার জ্ঞানপিপাসা মেটাতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলামের, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকী, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন সোহাগ, সদস্য আশিক নাসির, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চঞ্চল হাসানসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।