কাল রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

ছাত্রশিবিরের লোগো
ছাত্রশিবিরের লোগো   © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। আজ বুধবার (১২ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজাদের নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্রশিবিরের উদ্যোগে আগামীকাল সকাল ৭টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে ১৪টি স্পটে জনশক্তিরা দিনব্যাপী অবস্থান করবে এবং আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাস প্রতিহত করা হবে।

গণহত্যাকারী ও ভারতের দালালদের জন্য ‘No Mercy’ নীতিতে অটল থাকতে হবে। ছাত্রজনতা ও দেশবাসীকে খুনী হাসিনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান প্রদর্শনের অনুরোধ।


সর্বশেষ সংবাদ