তিন হাজার শিক্ষার্থী নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১২:১০ PM
প্রায় তিন হাজার শিক্ষার্থীদের নিয়ে ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়।
শাখা সূত্রে জানা যায়, এ কর্মসূচিতে তিন হাজারের অধিক শিক্ষার্থীরা অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেন। তবে তারা মূল র্যালিতে অংশ নেননি বলে জানান শাখার নেতৃবৃন্দ।
এসময় জবি শিবিরের সভাপতি রিয়াজুল এবং সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফের নেতৃত্বে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাদিক কায়েম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ শিবির’ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে আমার কাছে উৎসবমুখর পরিবেশ মনে হয়েছে। আমাদের এ আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন শারীরিকভাবে সুস্থ থাকে। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে শারীরিকভাবে সুস্থ থাকার বিকল্প নেই। বিগত ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবির এ ধরনের কর্মসূচি বৃহৎ আকারে আয়োজন করতে পারেনি। কিন্তু গত ৫ আগস্টের পরিবর্তন-পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য একের পর এক চমৎকার আয়োজন করে চলেছে। আশা করি, এই আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।
আরও পড়ুন: ‘একটা দলের নেতারা দিনভর বিএনপি নিয়ে বেফাঁস মন্তব্য করে, রাতে নেতাদের বাসায় ধরনা দেয়’
বক্তব্য প্রদানকালে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, এমন একটি আয়োজনের জন্য জবি শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতোমধ্যে বাংলাদেশ সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকটে বাংলাদেশের তরুণরাই সবসময় এগিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাসিবাদী শক্তি আবারও বাংলাদেশকে হুমকির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি, আমাদের তরুণ সমাজ যদি সজাগ থাকে, ফিট থাকে তবে এই ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। একইসাথে যারা আধিপত্যবাদী শক্তি আছে, যারা বাংলাদেশে বিদেশী প্রভাব কায়েম করতে চায়— বাংলাদেশের তরুণ সমাজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানাতে চাই।
জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আজকের ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’। আমাদের এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হলে সুস্থ থাকার বিকল্প নেই। আমাদের এ কর্মসূচিতে তিন হাজারের মত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করি জবি শিবির আগামীতেও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও চমৎকার কর্মসূচির আয়োজন করবে ইনশাআল্লাহ। সে সকল কর্মসূচিতে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের আহ্বান জানাই।
শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, আসাদুল ইসলাম, শাখা সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।