মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্র নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল  © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়ার দক্ষিণ পাশে ছড়ারকুল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ফখরুল ইসলাম (১৪) এবং কাউছার হোসেন (১১)। 

ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়ার শূন্যেরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। কাউছার মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত দুজন হলেন একই মাদ্রাসার শিক্ষার্থী—আরমান ও মোসলিম উদ্দিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চারজন শিক্ষার্থী মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানীর কাজীরহাট এলাকায় একটি মাহফিলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের বেসরকারি হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনা সম্পর্কে বড়তাকিয়া রেডিয়েন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ দাস প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজন ও আহত দুজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’

কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রাব্বানী জানান, একটি ট্রাকের ধাক্কা এড়াতে মোটরসাইকেল চালক হঠাৎ সড়কের পাশে চলে আসেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চার মাদ্রাসাছাত্রকে ধাক্কা দেন। মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence