জুমার নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে হত্যা, মূলহোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৩ PM
গ্রেপ্তার রাসেল মিয়া

গ্রেপ্তার রাসেল মিয়া © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার মূলহোতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (৮ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) নামাজে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

নামাজে উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতরে এমন নৃশংস ঘটনা তারা আগে কখনও দেখেননি।

‎র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ঘটনার পরপরই র‍্যাব অভিযান শুরু করে। রাতের মধ্যেই হত্যাকাণ্ডের মূলহোতা রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

‎উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের ঘটনায় বনগাঁও গ্রামে এখনো শোকের ছায়া বিরাজ করছে এবং স্থানীয় মুসল্লিরা ঘটনার বিচার দাবি করেছেন।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬