ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ

ভোলা সদর থানা
ভোলা সদর থানা  © সংগৃহীত

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামে ১১ মাস বয়সী এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গফুর আলী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ তাসপিয়া ওই এলাকার মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, মাওলানা জামাল পেশায় ইমাম এবং তিনি কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। রাতে শিশুটি মায়ের পাশে ঘুমিয়ে ছিল। ভোরে শিশুকে দুধ পান করানোর জন্য কুলসুম বিবি ঘুম থেকে উঠে দেখেন, তাসপিয়া তার পাশে নেই। শিশুর ঘুমানোর জায়গায় কাঁথা মোড়ানো একটি কোলবালিশ রাখা ছিল।

তাসপিয়ার বড় ভাই মো. আমানুল্লাহ বলেন, “রাত সাড়ে ১২টার দিকে আমি মুরগির খামারের কাজ শেষ করে ঘরে ফিরে দেখি বোন তাসপিয়া মায়ের পাশে ঘুমাচ্ছে। এরপর পাশের রুমে ঘুমিয়ে যাই। ভোরে মা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন—বোনকে খুঁজে পাচ্ছেন না। সকাল থেকে সারাদিন খুঁজেছি, শুক্রবার দুপুর পর্যন্তও কোনো খোঁজ মেলেনি।”

তিনি আরও জানান, বাড়ি থেকে কোনো মালামাল চুরি হয়নি। আমাদের বাড়িতে প্রায় ৩০-৪০টি বসতঘর রয়েছে। পাশের ঘরের লোকজন রাত দেড়টার দিকে শিশুর কান্নার শব্দ শুনেছিল, কিন্তু ভেবেছিল অন্য কোনো অসুস্থ শিশু কাঁদছে। আমার বোনের দুই পায়ে জন্মগত শ্যাতি আছে এবং কপালের ওপরে সাদা চুল রয়েছে। আমরা দ্রুত তাকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয় বাসিন্দা মো. সিরাজ ও মোসলেউদ্দিন বলেন, “এভাবে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!