ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত, আহত ৩
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এ সময় নিহতদের পাঁচ বছরের নাতিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গাজীপুর ও হোসেনপুর সড়কে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারীপাড়া সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার আরোহী স্বামী মো. এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০)। আহত হলেন রিফাত (৫), সিএনজিচালক বাদল মিয়াসহ (৩২) ও নাম না জানা আরেকজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে মো. এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কটন মিলে চাকরির সুবাধে সেখানেই স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। বাড়িতে মা গুরুতর অসুস্থ জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে তিনি স্ত্রী ও তার মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির কাছাকাছি আসতেই উচাখিলা মধুপুর সড়ক হরিপুর বেপারীপাড়া সংলগ্ন বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এ সময় ভিতরে থাকা এবাদুলের নাতি রিফাত ও চালক বাদল মিয়াসহ তিনজন আহত হয়। আহত তিনজনের অবস্থান শঙ্কাটপন্ন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।