ময়মনসিংহে বড় ভাইয়ের মারধরে আহত ছোট ভাইয়ের মৃত্যু
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪০ PM
ময়মনসিংহ নগরীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে আহত ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নুর (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৬ অক্টোবর সকালে নগরীর শম্ভূগঞ্জ রেলস্টেশন এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কের জেরে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে বড় ভাই সুমন একটি পিঁড়ি দিয়ে চুন্নুর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চুন্নুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নেক্সাস হাসপাতালে স্থানান্তর করে।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. মাকসুদুল হাসান খালিদ জানান, চুন্নুর পরিবারের কেউ মারামারির ঘটনায় থানায় অভিযোগ করেনি। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হওয়ার পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম খুনের সত্যতা স্বীকার করে জানান, বড় ভাই মাজাহারুল ইসলাম সুমন ও ভাই বউ মিলে চুন্নুকে কাঠের পিঁড়ি দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সুমন পলাতক। নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। পলাতক ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে।