রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকারীদের গণধোলাই, ভিডিও ভাইরাল

২৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ AM
রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকারীদের গণধোলাই

রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকারীদের গণধোলাই © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মতিঝিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করলে ক্ষুব্ধ জনতা তাদের কয়েকজনকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে নিয়ে যায়। মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হয়ে আওয়ামী লীগ লেখা ব্যানার হাতে মিছিল বের করেন। ব্যানারে লেখা ছিল ‘ইউনূস সরকারকে হঠাও।’ মিছিলটি দেখে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় ব্যানার ফেলে দিকবিদিক পালাতে থাকেন মিছিলকারীরা। তাদের মধ্যে দুজনকে ধরে স্থানীয়রা বেধড়ক মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে মতিঝিলে ঝটিকা মিছিল বের করে। স্থানীয়রা তাদের দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার হয়। ভিডিওটির ব্যাপারে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে সেটি গতকাল মঙ্গলবারের ভিডিও। মিছিল থেকে ৩২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে।

একইদিন ডিএমপির ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ। 

সূত্র আরও জানায়, এর মধ্যে উত্তরা পূর্ব থানা থেকে ৬ জন, উত্তরা পশ্চিম থানা থেকে ২ জন, গুলশান এলাকা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা থেকে ৪ জন, ক্যান্টনমেন্ট থানা থেকে ৩ জন, ধানমন্ডি থানা থেকে ৬ জন, নিউমার্কেট থানা থেকে ৬ জন, শাহবাগ থানা থেকে ৩ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, হাতিরঝিল থানা থেকে ১ জন, পল্টন থানা থেকে ৬ জন, মতিঝিল থানা থেকে ৪০ জন এবং ডিবি-ওয়ারী থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নতুন নামে আসছে ১১ দলীয় জোট, হাতফাখার জন্য থাকছে যত আসন? 
  • ১৫ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন শেষ ২৭ জা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্বামীর পরকীয়া-নির্যাতন সইতে না পেরে মেয়েকে নিয়ে খালে মায়ের…
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাস্তায় দাঁড়িয়ে নিবন্ধনধারীদের কথা শুনলেন তারেক রহমান
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিসিবির নিয়ম অনুযায়ী যেভাবে পদশূন্য হতে পারেন পরিচালক
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9