পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের গণমিছিল শুক্রবার

জামায়াতের লোগো
জামায়াতের লোগো  © সংগৃহীত

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ১০ অক্টোবরে গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করবে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ১টা ৪৫মিনিটে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে এ মিছিল শুরু হবে। 

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এর আগে বুধবার (অক্টোবর) সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ হচ্ছে ‘১৬ অক্টোবর’

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে- তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে ইনশাআল্লাহ। উক্ত দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’


সর্বশেষ সংবাদ