তিস্তার পানির হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

২০ অক্টোবর ২০২৫, ০৮:৩১ PM
ঢাকা কলেজে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

ঢাকা কলেজে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা © টিডিসি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কলেজের মূল ফটকে এই কর্মসূচির আয়োজন করে নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

কর্মসূচির আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামাল আহমেদ আনোয়ার। এছাড়াও সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাশিদ আলম, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হোসেন, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ ঢাকা কলেজস্থ উত্তরবঙ্গের জেলাসমূহের সভাপতি ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশের পরে মশাল মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সাইন্সল্যাবে শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

মশাল মিছিলে উপস্থিত শিক্ষার্থীরা ‘তিস্তা নিয়ে তাড়া নেই, চলবে না চলবে না’, ‘তিস্তা নিয়ে কান্না আর না, আর না’, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’, ‘ভারতীয় আগ্রাসন আর না, আর না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হোসেন বলেন, উত্তরবঙ্গকে দেশের থেকে আলাদা করে দেখার কোনো স্থান নেই। তিস্তা দেশের সকলের জন্য প্রয়োজন। উত্তরবঙ্গের কৃষকের ফসল সারা বাংলাদেশ ভোগ করে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন নদী-বণ্টন চুক্তি মেনে তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন সরকারকে নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী কামাল আহমেদ আনোয়ার বলেন, চিনের দুঃখ হল হোয়াংহো, আর বাংলাদেশের দুঃখ তিস্তা। উত্তরবঙ্গের মানুষের বৈষম্য দেখে চোখে জল আসে। এই বৈষম্যের অবসান হওয়া উচিত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর বড় বড় কথা বলেছে, কিন্তু কোনো সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। তিস্তা সারা বাংলাদেশের সমস্যা। সরকার যদি আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তাহলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে আগামীতে সারা ঢাকায় মশাল মিছিল করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তিস্তা পাড়ের মানুষ কষ্ট পাবে আমরা তা মেনে নেব না। প্রয়োজনে যমুনা অভিমুখে আন্দোলন গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের আড়াই কোটি মানুষ পানি পাবে না শুধুই ব্যাপারটা তাই নয়; তিস্তা সংকটে সারা বাংলাদেশের মানুষ পানিতে ভোগেন।

জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে ছাত্রীকে একান্তে ভালো করে পড়ানোর নামে ধর্ষণে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৮২ ভর্ত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪০ বছর পর খুলল ঢামেকের ঐতিহাসিক আমতলা গেট
  • ১৬ জানুয়ারি ২০২৬
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9