কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ জিরা ও মদ জব্দ

জব্দ করা জিরা ও মদ
জব্দ করা জিরা ও মদ   © সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণে জিরা ও ভারতীয় মদ জব্দ করেছেন দই খাওয়া বিওপির টহলদলের সদস্যরা। অভিযানে প্রায় দুই হাজার কেজি জিরা ও ৮৯ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

শনিবার (১৮ অক্টোবর) সকালে এসব জিরা ও মদ জব্দ করা হয়। 

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দই খাওয়ার চর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১০৪২/২-এস দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানী মালামাল পাচারের বিষয়ে অধিনায়কের নিকট তথ্য আসে। উক্ত তথ্যের ভিত্তিতে দইখাওয়ারচর বিওপি’র ১টি বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রোলাকাটা এলাকা হতে ভারতীয় জিরা ১ হাজার ৯৫০ কেজি ও ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার সিজার মূল্য ২০ লাখ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরা ও মদ আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।


সর্বশেষ সংবাদ