ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৭ PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সরাইল ব্যাটালিয়নের সদস্যরা বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ির ভেতর লুকানো অবস্থায় ৭ হাজার ১১৮টি মোবাইল ফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ, ৮ হাজার ৩১৬ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন এবং পিকআপটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন।