মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ঢাকা-চট্টগ্রাম রেললাইন
ঢাকা-চট্টগ্রাম রেললাইন  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খতিজা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফের স্ত্রী। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুপুর ১২টার দিকে নিহত খদিজা স্থানীয় একটি মাজার থেকে ফিরে আসার সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। পথিমধ্যে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে দেহের বিভিন্ন অংশ বিছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী জোসনা বেগম বলেন, ‘আমি রেললাইন পার হওয়ার সময় উনার কাটা দেহ এবং একটু দূরে বিছিন্ন পা দেখতে পাই, সঙ্গে সঙ্গে আশপাশের মানুষকে ডেকে নিয়ে আসি।’

ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, ‘আমরা শুনার পর ঘটনাস্থলে এসে একটি মৃতদেহ উদ্ধার করেছি, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ