ছয়টি বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
- রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
রংপুরের পীরগাছা রেলস্টেশন এলাকায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে লালমনিরহাট-সান্তাহার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল। ক্রসিং শেষে মূল লাইনে ফিরে যাওয়ার সময় হঠাৎ একটি ‘পয়েন্ট’ (লাইন বদলের যন্ত্রাংশ) ভেঙে যায়। এতে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায় দুর্ঘটনাস্থলে।
আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘আমি বর্তমানে স্টেশনের বাইরে আছি, তাই বিস্তারিত কিছু বলতে পারছি না।’ এ সময় দায়িত্বে থাকা অন্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকার কারণে পরে কথা বলবেন বলে জানান।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শুরু করতে সংশ্লিষ্ট বিভাগের একটি টিম ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।