চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় পল্লী বিদ্যুতের অবহেলায় কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকায় মাস্টার আশরাফ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা একই এলাকার মোহাম্মদ তারেকের স্ত্রী। তিন বছরের এক ছেলে ও ছয় মাসের এক শিশুকন্যার জননী ছিলেন তিনি। 

পরিবারের সদস্যরা জানান, শুকানো কাপড় আনতে গিয়ে ঘরের ছাদের উপর থাকা কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আসমা।

স্বজনদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ওই সংযোগ সরাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

নিহতের শ্বশুর মাষ্টার আশরাফ আলী বলেন, ‘এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমরা একাধিকবার জানিয়েছি, কিন্তু প্রতিকার পাইনি। সেই কভারবিহীন তারেই আজ আমার পুত্রবধূ প্রাণ হারিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোরশেদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিভিন্ন স্থানে এরকম অসংখ্য ঝুঁকিপূর্ণ সংযোগ রয়েছে। আমরা পর্যায়ক্রমে লাইনগুলো সরাতে ব্যবস্থা নেব।’

হতাহতের পর ব্যবস্থা গ্রহণ করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ঘটনা তো ঘটল। এখন দেখার আর সময় নেই। আমরা কাল ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।’

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়নি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। ঘরের ছাদের ওপর ঝুঁকিপূর্ণ কভারবিহীন ১১ হাজার ভোল্টের তার সড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’

আইসিসির সঙ্গে কী কথা হল, জানাল বিসিবি
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9