সড়কে নেই সংস্কারের ছোঁয়া © টিডিসি ফটো
পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজার থেকে লাউকাঠি ইউনিয়নের বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। প্রায় পাঁচ বছর ধরে এই সড়কে কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে খানাখন্দে ভরা সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই পথে সহস্রাধিক মানুষ চলাচল করছেন দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে। পথচারী, শিক্ষার্থী, যানবাহনের চালক-শ্রমিক থেকে শুরু করে রোগী বহনকারী স্বজনদের সবারই এখন এই দুর্ভোগের শেষ নেই।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত আর ধুলার আস্তরণ। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেওয়ায় প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পথচারীরা পা ফসকে পড়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে, আর রোগীদের হাসপাতালে পৌঁছাতে গিয়ে বাড়ছে ঝুঁকি। বর্ষা মৌসুমে তো পরিস্থিতি আরও ভয়াবহ। তখন কাদা আর জলাবদ্ধতায় রাস্তা প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, বারবার সংশ্লিষ্টদের কাছে ধরনা দিয়েও কাজের কাজ কিছু হয়নি। কেউই স্থায়ী সমাধানে আগ্রহী নয়। এ সড়ক দিয়ে দুটি ইউনিয়নের শতাধিক যানবাহন চলাচল করে, প্রতিদিন যাতায়াত করেন সহস্রাধিক মানুষ। অথচ বছরের পর বছর সংস্কার না হওয়ায় এ পথ এখন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।
এই বিষয়ে পটুয়াখালী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর জানান, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে এবং এক মাসের মধ্যেই কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
তবে আশ্বাসের বাইরে এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখছেন না স্থানীয়রা। তারা বলছেন, যত দ্রুত সম্ভব
এই সড়ক দ্রুত সংস্কার করে যাতায়াতের কষ্ট লাঘব করা হোক। যতদিন সংস্কার না হবে, ততদিন দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না সাধারণ মানুষের।