ছিনতাইকারীদের বিরুদ্ধে নিরাপদ সড়ক আন্দোলনের মহড়া

নিরাপদ সড়ক আন্দোলনের মহড়া
নিরাপদ সড়ক আন্দোলনের মহড়া  © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হলেও এবার তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে নিরাপদ সড়ক আন্দোলন। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখা যৌথভাবে পরিচালনা করেছে সচেতনতামূলক মহড়া।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মহড়া চলে। নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা স্টেশন রোড এলাকায় পথচারীদের সচেতন করার পাশাপাশি ছিনতাইকারীদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গ্রহণ করেন।

মহড়াকালে উপস্থিত ছিলেন সংগঠনের টঙ্গী পশ্চিম থানার আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদ, পূর্ব থানার প্রতিনিধি ফারদিন আহমেদ সৌরভ, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা। এ সময় তারা একজন ছিনতাইকারী ও একজন চোরকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেন।

আরও পড়ুন: জাকসু নির্বাচনে ৮ হলের অনানুষ্ঠানিক ফল ঘোষণা 

ফাহাদ ইসলাম ফুয়াদ বলেন, ‘টঙ্গীর মানুষ প্রতিনিয়ত ছিনতাই আতঙ্কে ভুগছেন। আমরা চাই এই সড়ক নিরাপদ হোক। যতদিন না টঙ্গী নিরাপদ সড়কে পরিণত হচ্ছে, ততদিন আমাদের আন্দোলনের কর্মীরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।’

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক প্রতিরোধমূলক এই মহড়া ছিনতাইকারীদের দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ জাগিয়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

টঙ্গী স্টেশন রোড এলাকাটি বহুদিন ধরেই ছিনতাইকারীদের জন্য পরিচিত হয়ে উঠেছিল। যাত্রী ও পথচারীরা প্রতিনিয়ত লুট, ছিনতাই এমনকি প্রাণনাশের আশঙ্কায় ভোগেন। নিরাপদ সড়ক আন্দোলনের এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার আলো দেখা দিয়েছে।


সর্বশেষ সংবাদ