সেবা না দিয়ে কলেজ আয়াকে গলা ধাক্কা দিয়ে বের করলেন নির্বাচন কর্মকর্তা

নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ
নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ  © টিডিসি

নওগাঁর মান্দায় আমেনা (৫০) নামের এক কলেজ আয়াকে সেবা না দিয়ে অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এনআইডি সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলে লাঞ্ছিত ও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী আমেনা খাতুন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।  

ভুক্তভোগী আমেনা উপজেলার তেঁতুলিয়া ইউপির পানিয়াল আদর্শ কলেজের আয়া ও পানিয়াল গ্রামের আবদুল জব্বারের স্ত্রী।

আমেনা খাতুন জানান, দীর্ঘদিন থেকে আমার এনআইডি সংশোধনের জন্য নির্বাচন অফিসে ঘুরছি। আইডি সংশোধন না করে দেওয়ায় স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীর শরণাপন্ন হয়েছি। এজন্য নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার বুকের উপর ওয়েট পেপার ছুড়ে মারেন। এরপর গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।

নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীগণের ব্যবহার খুবই খারাপ। গরিব মহিলা লাঞ্ছিত, হয়রানি, টাকা চাওয়া নতুন কিছু নয়। নির্বাচন অফিসে সব গুলো যেন একেকটা ডেভিল বসে আছে। এদের একটা কিছু করার দরকার সবাই নিজ জায়গা থেকে আওয়াজ তুলি, এদের মান্দা উপজেলা থেকে অপসারণ ও বিতাড়িত করতে হবে।

এ বিষয়র উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম বলেন, তাকে কোন লাঞ্ছিত বা অপমান করা হয়নি। উনিই আমাকে দেখে নেওয়ার উল্টো হুমকি দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence