কাগজপত্র ঘাটতি পূরণ করে নিবন্ধনের দৌড়ে এনসিপিসহ ৮০ দল

০৩ আগস্ট ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০১:৫১ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ১৪৫টি দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন দাখিল করেছে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন অধিকাংশ দলের কাগজপত্রে ঘাটতি চিহ্নিত করে সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ দিনের মধ্যে, অর্থাৎ আজ রবিবারের (৩ আগস্ট) মধ্যে ঘাটতি পূরণের নির্দেশ দেয় ইসি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৫টি দলকেই ঘাটতির বিষয়ে পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় এবং ঘাটতি সংশ্লিষ্ট কাগজপত্র জমার জন্য নির্ধারিত সময়সীমা দেওয়া হয়। এই সময়ের মধ্যে ৮০টি রাজনৈতিক দল তাদের ঘাটতি সংশোধন করে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে।

এদিকে এনসিপি আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়। দলের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিনিধি দলে ছিলেন দলের দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এর আগে গত জুন মাসে নিবন্ধন পেতে ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথিপত্র ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দিয়েছিল এনসিপি। তবে ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে দলটি উত্তীর্ণ হতে পারেনি। একইসঙ্গে আরও ১৪৩ দলের কাগজপত্রেও ঘাটতি রয়েছে বলে জানিয়েছিল ইসি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নতুন করে জমা দেওয়া দলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। যথাযথ নথিপত্র এবং নির্ধারিত মানদণ্ড পূরণকারী দলগুলোকেই নিবন্ধনের জন্য বিবেচনা করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দলগুলোর গঠনতন্ত্র, কার্যনির্বাহী কমিটি, নির্দিষ্ট সংখ্যক জেলায় কার্যক্রম, দলীয় সদস্য সংখ্যা ইত্যাদি বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে।

আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশে চাকরি, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • ১৯ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে ইসি সদিচ্ছা প্রকাশ না করলে সব পন্থা অবলম্বন করবো…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9