পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে নতুন নিয়ম, আবেদন চেয়েছে ইসি

২৭ জুলাই ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ জন্য নির্ধারিত ফরম (ইও-১) পূরণ করে আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টার মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম রবিবার (২৭ জুলাই) এই তথ্য জানিয়েছেন।

ইসি জানিয়েছে, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। ফলে নতুন নীতিমালা অনুসরণ করে নতুন করে নিবন্ধনের জন্য যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বাংলাদেশের কোনো আইনের অধীনে নিবন্ধিত হতে হবে। সেই সঙ্গে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কাজে নিয়োজিত থাকতে হবে। এ ছাড়া রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংযোগ থাকা চলবে না। সংস্থার প্রধান নির্বাহী বা পরিচালনা পর্ষদের সদস্যদের কেউ রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট হলে বা কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা রাখলে সেই সংস্থার আবেদন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে লিখিত হলফনামাও জমা দিতে হবে।

আরও পড়ুন: ভোটকক্ষে ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না সাংবাদিকরা: ইসি

আরও বলা হয়েছে, কোনো সংস্থার নাম যদি জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে হুবহু বা কাছাকাছি হয়, তাহলে সেই সংস্থা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে বিবেচিত হবে এবং তাদের নিবন্ধন বাতিল হতে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নামের মিল থাকলে অবশ্যই অনাপত্তিপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে যে সব নথিপত্র দিতে হবে সেগুলোর মধ্যে রয়েছে, সংস্থার নিবন্ধিত গঠনতন্ত্র (নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত), বর্তমান পরিচালনা পর্ষদ/কার্যনির্বাহী কমিটির তালিকা, নিবন্ধন সনদের সত্যায়িত কপি, অফিসের নাম ও ঠিকানা (পরিবর্তন হলে প্রমাণপত্রসহ), নিবন্ধন কর্তৃপক্ষের নাম ও ঠিকানা এবং অনুমোদিত কার্যাবলীর তালিকা। এছাড়াও সর্বশেষ দুই বছরের বার্ষিক প্রতিবেদন ও যদি কোনো দেশীয় বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তাদের অনাপত্তিপত্রও জমা দিতে হবে।

ইসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে, অথবা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও নীতিমালা নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা (কক্ষ নং-১০৫) থেকে কিংবা ওয়েবসাইট www.ecs.gov.bd থেকে পাওয়া যাবে।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9