লক্ষ্মীপুরে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৯ AM
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার চন্দ্রগঞ্জে ২৮ জুলাই (সোমবার) সকাল ১১ টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সদর উপজেলার চন্দ্রগঞ্জ রাজ মুকুট কমিটির সেন্টারে এক জমকালো আয়োজনে, মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সবুজ বাংলা ব্লাড ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা মো: মিজান মল্লিক এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোঃ মনির হোসেন এর উপস্থাপনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরী।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রিয়বত স্যার তার বক্তব্যের মাঝে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক গুণাবলিতে গুনান্নিত হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন। বৈষম্যমুক্ত দেশ গড়ার পক্ষে ছাত্র-ছাত্রীদের নির্দেশনা প্রদান করেন। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী, সমাজ সংস্কারক, জাতীয় প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট ফুয়াদ ইসলাম, চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চৌধুরী।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি সমীর চন্দ্র কর্মকার। যুগ্নু সাধারণ সম্পাদক বাবু গণেশ কুড়ি। চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। ইংলিশ লার্নিং হোম এর পরিচালক মোঃ সুমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন এবং সবুজ বানায়নের লক্ষ্যে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের সৌজন্যে সকলের মাঝে ফলদ গাছ বিতরণ করা হয়।