ঘরের ভেতরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত চাচা

যুবককে ছুরিকাঘাতে হত্যা
যুবককে ছুরিকাঘাতে হত্যা  © টিডিসি

জামালপুরের মাদারগঞ্জে গভীর রাতে ঘরের ভেতরে ঢুকে মাসুদ (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই ঘটনায় তার চাচা রুবেল (২২)-এর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি এলাকার একটি বাড়ি থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ ওই এলাকার সম্রাট মিয়া ওরফে সভা প্রামাণিকের ছেলে এবং গুরুতর আহত রুবেল একই এলাকার আলতাফুর প্রামানিকের ছেলে।

জানা গেছে, নিহত মাসুদ ও আহত রুবেল সম্প্রতি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার রাতে রুবেলের ভাই ফরিদুল ইসলাম সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে আনতে পরিবারের অন্য সদস্যরা ঢাকায় যান। এ অবস্থায় রুবেল একা বাড়িতে ছিলেন। পরে তিনি ভাতিজা মাসুদকে রাত যাপনের জন্য ডেকে আনেন। সঙ্গে ছিলেন এলাকার বন্ধু শামীম।

তিনজন একসাথে রাত ১১টা পর্যন্ত খাওয়া-দাওয়া করে গল্প করেন। এরপর শামীম নিজ বাড়িতে ফিরে যান। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে মাসুদের বুকের ওপর ছুরিকাঘাত করে হত্যা করে এবং পাশেই ঘুমিয়ে থাকা রুবেলের গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়।

পরদিন সকাল সাড়ে ১০টার দিকে মাসুদের ছোট ভাই মামুন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে যান। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, বিছানায় মাসুদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। পাশেই গুরুতর আহত অবস্থায় রুবেল ছটফট করছিলেন। এরপর স্থানীয়দের সহায়তায় রুবেলকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে। মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, নিহতের বুকে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শামীম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।


সর্বশেষ সংবাদ