বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা 

১৮ মে ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা, বিক্ষোভ

শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা, বিক্ষোভ © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে । শনিবার (১৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্থরীন পোল্ট্রি মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিযোগ, ঘটনার পরপরই প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছায়।

জানা যায়, অভিযুক্ত দোকানির নাম মাসুদ রানা। ভুক্তভোগী দুইজনই বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র এবং ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাইফ আরমান এবং আনাস তালুকদার।

এ ঘটনায় রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‌‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘বহিরাগত অস্ত্র হাতে, প্রশাসন কী করে?’—সহ বিভিন্ন স্লোগান দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. সাইফ আরমান বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে পোল্ট্রির মোড়ের এক চায়ের দোকানে খাবার বিল দেয়া নিয়ে দোকানি আমার  সাথে কথা কাটাকাটি শুরু করে। ৪৩ টাকা বিল হয়েছে ৩ টাকা কম দেয়া নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে দোকানি আমাকে ধাক্কা মারে। বলে যে তোর মতো কাস্টমার আমি খাওয়াই না, বলে টাকা ছুড়ে মারে। তারপর আনাস ফেরাতে আসলে তাকে সহ আমাকে ছুড়ি দিয়ে আঘাত করার জন্য তেড়ে আসে। এরপর কোন মতে স্থানীয় লোকজন দোকানিকে থামিয়ে শান্ত করেন। তারপর এলাকার মানুষও আসে ঘটনাস্থলে এবং ঝামেলার সমাধানের চেষ্টা করা হয়।  

ভুক্তভোগী আরও বলেন, প্রক্টর স্যারকে ১৫-২০ বার কল দেওয়ার পরে স্যার কল ধরেন এবং কাহিনি শোনার পর বলেন যে লোক পাঠাচ্ছি। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পরে স্থানীয় মানুষ এবং আমাদের হলের ভাইদের সহায়তায় আমরা ওই দোকানির থেকে লিখিত নিয়ে ঘটনার মিটমাট করায়। শেষে যখন আমরা সবাই হলে ফিরে আসতে ছিলাম তখন প্রক্টরিয়াল বডির গাড়ি আসে এবং আমাদের সাথে খামার এলাকায় সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো.  আনিসুর রহমান মজুমদারের সাথে দেখা হয়। 

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো.  আনিসুর রহমান মজুমদার বলেন, প্রক্টর স্যার আমাকে যখন জানিয়েছে আমরা তখনই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাই নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, আমাকে ছাত্ররা কর করেন ৫ টা ২১ মিনিটে এবং আমি কল ব্যাক করি ৫ টা ৩৬ মিনিটে। তাদের থেকে ঘটনা শোনার পরেই আমি প্রক্টরিয়াল বডির সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিই। পরে প্রক্টরিয়াল বডির তৎপরতায় ওই দোকান বন্ধ করা হয়েছে।

হবিগঞ্জে সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি, ডিস্ট্রি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার মিরপুরের উইকেটের সমালোচনা আমের জামালের
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9