সাম্য খুনের রেশ না কাটতেই ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

১৭ মে ২০২৫, ০১:০৬ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
ফাইল ফটো

ফাইল ফটো © সংগৃহীত

সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর ধানমন্ডির জিগাতলায় ছুরিকাঘাতে নিহত হলেন আলভী (২৭) নামে এক কলেজ শিক্ষার্থী। একই ঘটনায় আহত হয়েছেন আশরাফুল ইসলাম (২১) নামের আরেক যুবক।

আজ শুক্রবার (১৬ মে) রাত আটটার কিছু পর ধানমন্ডির জিগাতলা বাস বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত আলভী ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত আশরাফুলের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। দুজনেই হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট এলাকার বাসিন্দা। আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ।

আরও পড়ুন: ঢাবি প্রশাসনের শুধু ভিসি-প্রক্টরেরই পদত্যাগ দাবি নিয়ে বিতর্ক, যা বলছে ছাত্রদল

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় চা খেতে দাঁড়িয়েছিলেন আলভী ও আশরাফুল। হঠাৎ করেই তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামি মাহি বেগম জানান, আলভী অত্যন্ত শান্ত স্বভাবের এবং পড়ালেখায় মনোযোগী ছিলেন। কী কারণে তাকে এভাবে হত্যা করা হলো, তা পরিবার বুঝে উঠতে পারছে না। তিনি আরও জানান, আহত আশরাফুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে: ইশতিয়াক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাতেই চিকিৎসার জন্য আলভী ও আশরাফুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুল প্রাথমিক চিকিৎসা শেষে একটি বেসরকারি হাসপাতালে চলে গেছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এইদিকে, ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মাসুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা জড়িত এবং পেছনে কোনো পূর্ব বিরোধ আছে কি না—তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9