কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩৬ PM

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জীবন্তপুর (মিস্ত্রী পুকুরপাড়) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা । এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
রবিবার (৬ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নাজমুল হাসান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান তিনি দীর্ঘদিন ধরে জব্দ করা ইজিবাইক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।