ব্যাগভর্তি মোবাইল লুট করে দোকানে নতুন তালা দিল দুর্বৃত্তরা
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৬:৫৭ PM
ময়মনসিংহ নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ‘জিরো পয়েন্ট’ নামের ওই দোকান থেকে ব্যাগভর্তি করে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এরপর চোরেরা দোকানের দরজায় নতুন তালাও লাগিয়ে রেখে যায়, যাতে মনে হয় এটি বন্ধ রয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে গাঙ্গীনারপাড়ের অলকা নদী বাংলা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নগরের বাঁশবাড়ি কলোনি এলাকার বাসিন্দা দোকানের মালিক হৃদয় খান জানান, তিনি প্রতিদিনের মতো দোকানে পৌঁছে দেখেন আগের তালার পরিবর্তে নতুন তালা লাগানো রয়েছে। সন্দেহ হলে তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, দোকানের প্রায় সব মোবাইল সেট ও নগদ অর্থ নেই।
তিনি জানান, তার দোকান থেকে প্রায় ২৮৫টি মোবাইল ফোন লুট করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া দোকানে রাখা নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছেকোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।, সকাল ৯টা ৫৪ মিনিটে বিপণিবিতানের প্রধান ফটক খোলার পর পাঁচজনের একটি দল ভবনের ভেতরে প্রবেশ করে। তারা তৃতীয় তলায় উঠে ঘোরাঘুরি করতে থাকে। ঠিক ১০টার দিকে দলটির দুই সদস্য ‘জিরো পয়েন্ট’ দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং কয়েক মিনিটের মধ্যেই ব্যাগভর্তি মোবাইল ফোন নিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় তারা দোকানে নতুন একটি তালা লাগিয়ে দেয়, যেন কেউ বুঝতে না পারে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।