২৫ বিয়ে করে টাকা-গয়না লুট, ধরা পড়লেন প্রতারক নারী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৫:১৫ PM
ভারতের রাজস্থানে এক নারী ২৫টি বিয়ে করে প্রতারণার অভিযোগে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। নাম তার অনুরাধা পাসওয়ান, বয়স ৩২ বছর। নিজেকে গরিব ও অসহায় পরিচয়ে উপস্থাপন করে তিনি একের পর এক অবিবাহিত যুবককে ফাঁদে ফেলতেন। বিয়ের পর শ্বশুরবাড়ির টাকা ও গয়না হাতিয়ে নিয়ে হঠাৎ গা ঢাকা দিতেন।
রাজস্থান পুলিশের বরাতে জানা গেছে, অনুরাধা পেশাদার প্রতারক। প্রতারণা সফল করতে তিনি প্রায়ই নাম-পরিচয় ও ঠিকানা বদল করে বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। এরপর স্থানীয় যুবকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। তার সহযোগীরা মেয়ের দুঃখগাথা শুনিয়ে বিয়ের প্রস্তাব দিতেন পাত্রপক্ষকে। অধিকাংশ সময়েই ‘অসহায় সুন্দরী নারী’র গল্পে মন গলত পরিবারগুলোর।
বিয়ে চূড়ান্ত হওয়ার পর বিয়ের আয়োজনের খরচ হিসেবে অনুরাধার চক্র নিত দুই লাখ টাকা। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মিষ্টি ব্যবহার করে দ্রুত আস্থা অর্জন করতেন অনুরাধা।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী কয়েক দিন পরই পরিবারের সদস্যদের নেশাজাতীয় কিছু খাইয়ে সবাইকে অচেতন করে নগদ টাকা, গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতেন তিনি।
সবশেষ, গত ২০ এপ্রিল বিষ্ণু শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে অনুরাধার বিয়ে হয়। বিয়ের মাত্র দুই সপ্তাহের মাথায় স্বামীর বাড়ির নগদ অর্থ, গয়না ও একটি মোবাইল ফোন নিয়ে উধাও হন তিনি। ঘটনায় ভুক্তভোগী বিষ্ণু শর্মা থানায় অভিযোগ করলে তদন্তে নেমে পুলিশ অনুরাধাকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, অনুরাধার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।