পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাংচুর-লুটপাট

০৫ জুন ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ১২:১৪ AM
পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাংচুর-লুটপাট

পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাংচুর-লুটপাট © টিডিসি

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ধরে আকত আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বুধবার (০৪ জুন) রাত ১টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এশার নামাজের পর মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল আজ বৃহস্পতিবার (০৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি মোস্তফা কামাল জানান, উপজেলার বাহাড়া পশ্চিমপাড়া গ্রামের বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদ হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বাদশা মাতুব্বর গ্রুপের সমর্থক আকত আলী খান বুধবার রাতে এশার নামাজ পড়ে বাড়ী ফিরছিলেন। পথিমথ্যে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। 

পরে বাড়ী না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে মারাত্মক আহত অবস্তায় খুঁজে পেয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি আরো বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিলামের আগেই পিএসএলে খেলা নিশ্চিত মোস্তাফিজের
  • ০৬ জানুয়ারি ২০২৬
হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে
  • ০৬ জানুয়ারি ২০২৬
৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে শীতের দাপট, জানাল অধিদপ্তর
  • ০৬ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
  • ০৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের মাঝে বিজিবি শীতবস্ত্র বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬