ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনা, ৯৯৯-এ ফোন পেয়ে চালকসহ উদ্ধার ৩

১৬ জুন ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:৪৫ PM
সড়ক দূর্ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে চালকসহ উদ্ধার ৩

সড়ক দূর্ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে চালকসহ উদ্ধার ৩ © পুলিশ সূত্রে পাওয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে একাধিক ট্রাক দুর্ঘটনায় চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (১৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ডের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

ঘটনার সময় এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকামুখী সড়কে একাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে এবং কয়েকজন চালক দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতরে আটকে আছেন। ফোনটি রিসিভ করেন কনস্টেবল সোহেল মাহমুদ। তিনি তাৎক্ষণিকভাবে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। এরপরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শুরু করে উদ্ধার অভিযান।

আরও পড়ুন: ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

পদ্মা সেতু হয়ে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৭৪০৬) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে ট্রাকটির চালক কেবিনের ভেতরে আটকে পড়েন। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরপর দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর পেছনে থাকা যশোর ট-১১-২৬০১ নম্বরের আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয় ঢাকা মেট্রো-ট-২২-২১৭৩ নম্বরের অপর একটি ট্রাককে। এতে ওই ট্রাকের চালকও কেবিনে আটকে পড়েন।

পরে ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় চালকসহ আহত তিনজন—বিপ্লব (১৮), সাইদুল (৩৫) ও সিয়াম (২২)—কে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ‘৯৯৯-এর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। কেবিনে আটকে পড়া চালকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা এখন চিকিৎসাধীন।’

পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!