যৌতুকের দাবি পূরণ না হওয়ায় কনেপক্ষের ওপর বরপক্ষের হামলা, আহত ৪

১২ জুন ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
যৌতুকের টাকা ও স্বর্ণালংকার না দেওয়ায় বিয়ের আসরে হট্টগোল

যৌতুকের টাকা ও স্বর্ণালংকার না দেওয়ায় বিয়ের আসরে হট্টগোল © টিডিসি

ভোলার লালমোহন উপজেলায় যৌতুকের দাবি পূরণ না হওয়ায় খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে কনেপক্ষের ওপর হামলা চালিয়েছে বরপক্ষ। এ ঘটনায় কনের মা, বাবা, বোন ও চাচা আহত হয়ে বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হামলার পর বরপক্ষের লোকজন খাল সাঁতরে ও নৌকায় করে পালিয়ে যায়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘোলপাড় এলাকার আনা মিয়া কালু বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

কনের ফুফু মমতাজ বেগম জানান, ঈদুল ফিতরের সময় পারিবারিকভাবে মো. বিল্লালের মেয়ে সালেহা বেগমের সঙ্গে লালমোহন পৌরসভার আব্দুল মালেকের ছেলে মো. রুবেলের বিয়ে হয়। তখন বরপক্ষ যৌতুক হিসেবে নগদ ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ দাবি করে। বৃহস্পতিবার কনেকে উঠিয়ে নিতে বরপক্ষ বাড়িতে এলে তাদের সঙ্গে পূর্বনির্ধারিত ৫০ জনের জায়গায় ৬৫ জন উপস্থিত হন।

মমতাজ বেগম আরও জানান, বরপক্ষ বাড়িতে প্রবেশ করেই উত্তেজিত হয়ে দাবি তোলে—যৌতুকের টাকা ও স্বর্ণ না দিলে কনেকে নেয়া হবে না। এ সময় কনের বাবা কিছু সময় চাইলেও ছেলের বাবা উত্তরে বলেন, “বিড়ির টাকাও যদি বাকি থাকে, তাও কনে নেয়া যাবে না।” এরপর বরের বড় ভাই মো. হাসান গেট ও চেয়ার ভাঙচুর শুরু করেন এবং বরপক্ষের আরও ৮-১০ জন কনেপক্ষের লোকদের ওপর চড়াও হন।

একপর্যায়ে মারপিটে কনের মা, বাবা, বোন ও চাচা গুরুতর আহত হন। ঘটনার পর বরপক্ষের সবাই খাওয়া-দাওয়া না করেই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে বর মো. রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পেছনে ছিলাম, সামনে কি হয়েছে তা জানি না।”

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, আহতরা থানায় এলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হয়ে লিখিত অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬