বিয়ের দাবিতে দশম শ্রেণির ছাত্রের বাড়িতে নবমের ছাত্রীর অবস্থান
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:৫৭ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের দাবিতে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের বাড়িতে অবস্থান নিয়েছে এক স্কুল ছাত্রী। রবিবার (১১ মে) দুপুর থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করেন তিনি। তবে ওই মাদ্রাসা ছাত্র ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসাছাত্র ও স্কুলছাত্রীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। মেয়েটির বাবা নেই, মা ঢাকায় কাজ করেন। গ্রামে চাচার কাছে থেকে স্কুলে পড়াশোনা করেন তিনি।
ভুক্তভোগী ছাত্রীর চাচি বলেন, গত বুধবার রাতে ওই ছেলে আমার ভাতিজির সাথে দেখা করতে আসে। তখন আমার পরিবারের লোকজন তাকে আটকে রেখে তার মা-বাবাকে খবর দেয়। পরে বৃহস্পতিবার সকালে ওই ছেলের পরিবারের লোকজন গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে ওই ছেলে ও তার পরিবার পক্ষ থেকে
কেউ কোনো যোগাযোগ করেনি। এমনকি তারা ওই ছেলেকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেনট
তিনি আরও বলেন, বিষয়টি জানতে পরে রবিবার (১১ মে) দুপুরের দিকে বিয়ের দাবিতে আমার ভাতিজি ওই ছেলের বাড়িতে অবস্থান নেয়। এ সময় ছেলের বাবা-মা তাকে মারধর করে বাইরে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নবম শ্রেণির ওই ছাত্রী বলেন, আমাদের তিন বছরের প্রেমের সম্পর্ক। গত বুধবার রাতে সে আমাকে আনতে গিয়েছিল। তখন আমার পরিবারের লোকজন দেখে তাকে আটকে রাখে। সকালে তার বাবা-মা বিয়ের আশ্বাসে তাকে ছাড়িয়ে আনেন। তারা কথা রাখেননি, তাই বাধ্য হয়ে আমি এখানে এসেছি। তার বাবা-মা আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে। তার সাথে ফোনে কথা বলেছি। সে আসবে কিনা কিছু বলে না। বিয়ে করে আমাকে ঘরে না তোলা পর্যন্ত, আমি এখানে অবস্থান করব।
বিষয়টি সম্পর্কে জানতে ওই মাদ্রাসাছাত্রের ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। এমনকি তার বাবার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।