ঈদ জামাতের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার বৃহৎ ঈদগাহ গোর-এ শহীদ বড় ময়দান

০৫ জুন ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:০১ PM
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ময়দান পরিদর্শন

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ময়দান পরিদর্শন © সংগৃহীত

দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতের আয়োজনকে ঘিরে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ হিসেবে খ্যাত এই ময়দান প্রতিবছর লাখো মুসল্লির মিলনমেলায় পরিণত হয়। সেই ধারাবাহিকতায় এবছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে প্রস্তুতির প্রতিটি পর্যায়ে।

গত ৪ জুন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ময়দান পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি জানান, আগামী ৭ জুন শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে এই ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মো. মাহফুজুর রহমান।

ঐতিহাসিক এই ময়দানটির আয়তন প্রায় ২১.৯৯ একর। ২০১৭ সালে এখানে নির্মিত হয় ৫২ গম্বুজবিশিষ্ট এক বিশাল মিনার, যার উচ্চতা ৬০ ফুট এবং মেহরাবের উচ্চতা ৪৭ ফুট। চারপাশ ঘিরে রয়েছে ৩২টি বিশালাকৃতি আর্চ, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৫১৬ ফুট। বিশাল এই পরিসরের মধ্যে একসঙ্গে লাখো মুসল্লি নামাজ আদায় করতে পারেন, যা দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদ জামাতের মর্যাদা লাভ করেছে।

আরও পড়ুন: পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি হবে না

মুসল্লিদের সুবিধার্থে ময়দানে স্থাপন করা হয়েছে ৩০০টি ওজুখানা, ৪০টি শৌচাগার ও পাঁচটি স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা। ঈদের দিনে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা বা সমস্যা না ঘটে, সেজন্য চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ময়দানে বসানো হয়েছে ৫০টি সিসিটিভি ক্যামেরা, যা দিয়ে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হবে।

এই ঈদগাহ ময়দানে প্রতিবছর যেমন থাকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহ, তেমনি প্রশাসনের নিখুঁত ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটিকে এক অনন্য উদাহরণে পরিণত করেছে। এবছরও সেই ঐতিহ্য ধরে রাখতে প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দান।

কুড়িগ্রামে জমি-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন করা হচ্ছে না জামায়াতের মনোনয়ন পাওয়া তুরস্কের বিশ্ব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫